১০ আগস্ট,’২৩ বঙ্গোপসাগরীয় উপকূলে কালো দিবস। সুস্থ চেতনার মৃত্যু দিবস।
খুন হয়ে গেল স্বপ্নদীপের স্বপ্ন। নিভে গেল দীপ দমকা হাওয়ায়!

রক্ত লেখা
তমাল সাহা

১) ছোঁয়া

সবারই ছুঁয়ে থাকার কথা ছিল
সবাই এমনই প্রতিজ্ঞা করেছিল

ছেলেটা চ্যালেঞ্জ নিয়ে পড়ে গেল
কেউ ছুঁতেই পারল না!

২) পতনশীল

পতনশীলতার নিয়মে অভিকর্ষজ টানে বস্তু মাটিতে পড়বেই
ছেলেটিও পড়ে যাচ্ছিল তাই

কেউই হাত বাড়ায় নি
হাত বাড়াতে পারতেন শুধুমাত্র ঈশ্বর

আসলে মানুষের পক্ষে ঈশ্বরও নাই

৩) কুম্ভকর্ণ

রাজধানীর আকাশ এতো ছোট!
সেখানে নেই কোনো শ্রীকৃষ্ণ,
কোথায় অক্ষৌহিণী সেনা?
তবে কেন নাম তার যাদবপুর!
এখনো আমরা কুম্ভকর্ণ
জাগবে না কোনো চেতনা?

৪) হে পিতা

এবার ক্রন্দন থামাও পিতা!
দেখো, কাঠেরও দহন ক্ষমতা শেষ
নিভে গেছে চিতা।

আমি বুকে তুলে নিয়েছি সবার পাপ
এবার ছড়িয়ে পড়ুক শান্তির উত্তাপ।
রেখে গেলাম আরো অসংখ্য স্বপ্নদীপ
এবার তাদের জন্য যুদ্ধ করো
গড়ে তোল উত্তমাশা অন্তরীপ!

৫) যাই

চারিদিকে সুন্দর গাছপালা
রোদ বৃষ্টি জ্যোৎস্নার খেলা
অসুন্দর লুকিয়ে আছে কোথায়!
এই মাটিতে পেলাম নাকো ঠাঁই।

তোমরা স্বপ্নদীপ জ্বালো, স্বপ্নদ্বীপ গড়ো
এবার তবে আমি যাই!