যেমন দেখি তেমন লিখি
তমাল সাহা

১) আমি বেশি কথা বলি না

যে গড়ুক সরকার
আমার মাল্লু দরকার
এছাড়া আমি কিছু জানিনা
ওয়ান পয়েন্ট লক্ষ্য আমার
ধান্দাবাজি ছাড়া কিছু বুঝিনা।

সাতে পাঁচের কথা ওঠে কেন?
একটা লক্ষ্য ছাড়া মানুষ বাঁচে না
আমি সাতে পাঁচে কেন
নক্কা ছক্কাতেও থাকি না।

২) মৃত্যুদিন

জন্মদিন নিয়ে বিশেষ কিছু আর বলার নেই
যা হবার তা তো হয়েই গিয়েছে।
এখন মৃত্যুদিন নিয়ে ভাবছি
মরলে বোঝাটা অন্যের ঘাড়ে চাপবে।
আমি অসহায়ভাবে ভাবি এই দেহটা নিয়ে লোকেরা বিস্তর ঝামেলায় পড়ে যাবে!

৩) বাণী

দুনিয়া জুড়ে প্রজ্ঞাবান সকলেই দিয়ে গিয়েছেন মহৎ বাণী।
বাণী শুধু কোট করবার জন্য আমরা কি কোনটাই মানি?

৪) গণতন্ত্র

কী গণতন্ত্র বাপরে বাপ!
সুপ্রিম কোর্ট কহে,
ধর্ষিতাকে করলে বিয়ে ধর্ষকের সাতখুন মাপ!

৫) বলির বাজনা

বলির ঢাক বাজছে চড়াম চড়াম
হরির লুট হচ্ছে নকুল দানা গুড় বাতাসা।
বাতাস তো ফাগুনে লাল
তোর মুখে কেন হতাশা?

পুলিশকে বোম মারুন
বাঘবীর যাচ্ছে বড় খাঁচায়
কী দারুণ না নিদারুণ!