যুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ
তমাল সাহা
এক
যুদ্ধ নয় শান্তি চাই–
শুনতে শুনতে স্লোগানটি
হয়ে গেছে ক্লিশে।
যুদ্ধ তবে বন্ধ হবে কিসে?
এবার হবে নতুন স্লোগান—
যুদ্ধবাজকে মারো পিষে।
দুই
যুদ্ধের তিন ষড়যন্ত্রী–
প্রতিরক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী
আর তিনি, যিনি প্রধানমন্ত্রী।
যুদ্ধ বাঁধে, না বাঁধায়—
মন্ত্রীরা যায় না রণাঙ্গনে।
তোমার ছেলে যায়,
আমার ছেলে যায়—
মৃতদেহ ফিরে আসে
নিজস্ব অঙ্গনে।
শোক নয়,
নিহত সৈনিক রেখে গেছে
একটি কাজ—
যুদ্ধের কারণ খোঁজো
কে সেই যুদ্ধবাজ!
অস্ত্রটি রেখে গেছে নিহত সৈনিক।
সেটি এবার তুলে ধরো।
নিজের হাতেই
যুদ্ধবাজকে হত্যা করো।
তিন
যুদ্ধ বাঁধায় নেতাতে
যুদ্ধ করে সৈনিকে
দেখ তো তোরা মরছে কারা
পরের দিন দৈনিকে।
নেতা বলেন, বদলা নেব
অস্ত্রপাতি তৈরি
কাঁটাতারের ওপারে দেখ
দাঁড়িয়ে সব বৈরী।
তৈরি বটে,নেতারে তুই
যুদ্ধটা এবার কর্।
আমরা সবাই কফিন বানাই
তুই যুদ্ধে মর্।
কফিন কাঁধে নেব মোরা
তুই তো দেশপ্রেমী!
তোর কফিনে
মালা দেব,স্য্যলুট দেব
দেখবে মানুষ, দেখবে অন্তর্যামী!