অবতক খবর:  বিরোধী জোট ‘ইন্ডিয়া’ মন্তব্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘ধন্যবাদ’ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে বৈঠকের পরে রাজভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোদীর মন্তব্য সম্পর্কে প্রশ্নের উত্তরে মমতা বলেন, ‘‘প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। মনে হয় ‘ইন্ডিয়া’ নামটা ওঁর পছন্দ হয়েছে। গ্রহণ করেছেন।’’

সোমবার সকালে সংসদ ভবনে বিজেপি সংসদীয় দলের বৈঠক মোদী নিষিদ্ধ দুই কট্টরপন্থী গোষ্ঠী ‘ইন্ডিয়ান মুজাহিদিন’ এবং ‘পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া’-র সঙ্গে ‘ইন্ডিয়া’র তুলনা টানেন। সেই সঙ্গে তোলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি’র প্রসঙ্গও। তিনটি ক্ষেত্রেই ‘ইন্ডিয়া’ নাম রয়েছে বলে জানিয়ে বিরোধীদের কটাক্ষ করেন তিনি।

এই পরিস্থিতিতে মঙ্গলবার মোদীর নামকরণ কটাক্ষ নিয়ে  মুখ্যমন্ত্রী আরও, ‘‘জনসাধারণ (পাবলিক) ‘ইন্ডিয়া’ নামটি গ্রহণ করেছে। ইন্ডিয়া টিম যখন খেলতে নামে তখন ‘ইন্ডিয়া’ সম্পর্কে কেউ মুজাহিদিন বলে? যত বলবে, বুঝতে হবে পছন্দ হয়েছে।’’

প্রসঙ্গত, বিজেপি সংসদীয় দলের বৈঠকে মোদীর ওই মন্তব্যের জবাবে মঙ্গলবার দুপুরে কংগ্রেস নেতা রাহুল গান্ধী লেখেন, ‘‘শ্রীযুক্ত মোদী, আপনি যে নামেই আমাদের ডাকুন, আমরা ‘ইন্ডিয়া’। আমরা মণিপুরের ক্ষত প্রশমন করতে, প্রত্যেক মহিলা এবং শিশুর চোখের জল মুছতে সহায়তা করব। আমরা মানুষের মধ্যে শান্তি এবং ভালবাসা ফিরিয়ে আনব। আমরা মণিপুরে ভারতীয়ত্বের চেতনা পুনর্নির্মাণ করব।’’ বিরোধী জোটের সাংসদরা সংসদে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে অনড়। এই অবস্থায় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ‘ড্যামেজ কন্ট্রোলে’ নেমে বলেন, সরকার আলোচনার জন্যে তৈরি, বিরোধীদের কাছে সহযোগিতা চাই, দেশের মানুষের সত্য জানা উচিত।