অবতক খবর,২৬ আগস্ট,জলপাইগুড়ি: জাঁকিয়ে উঠেছিল ধূপগুড়ি ব্লকের সাঁকোয়াঝোরা ২ নং গ্রামপঞ্চায়েতের ঝালটিয়ার হাট এলাকায়।

অভিযোগ, ঝালটিয়ার হাট বাজারে সাঁকোয়াঝোরা ২ অঞ্চলেরই রাজধানীবাড়ি এলাকার বাসিন্দা এক ব্যাক্তি বেআইনিভাবে এলাকার মানুষের কাছ থেকে দীর্ঘদিন থেকেই কারো কাছ থেকে ৭০০ আবার কারো কাছ থেকে ৮০০ টাকা করে নিয়ে অননুমোদিতভাবে আধার কার্ড তৈরি করে দিচ্ছিল।

সে এখানে দিন আনা দিন খাওয়া মানুষগুলোকে বোকা বানিয়ে টাকা নিয়ে। হাত বদল করে অন্যের কাছে পাঠিয়ে দিতো।

অন্যদিকে, বাড়ির পাশে আঁধার কার্ড বানানোর খবর শুনে অনেকেই ছুটে আসছে। বাড়ির কাছে এবং তাড়াতাড়ি তৈরীর জন্য বেশি টাকা দিয়েই তারা কার্ড করছেন।

ঘটনার খবর জানতে পেরে আজ বৃহস্পতিবার ধুপগুড়ি থানার পুলিশ ঝালটিয়ার হাট বাজারের দোকানে আসেন এবং অভিযুক্ত ওই ব্যাক্তিকে আটক করে থানায় নিয়ে যায়। পুরো ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ।