অবতক খবর :: শিলিগুড়ি :: ৮মে::   রবীন্দ্র জয়ন্তীতে মুখোমুখি দুই প্রতিপক্ষ, যদিও রাজনীতির বাধ্যবাধকতায় হল না বাক্যালাপ। শিলিগুড়ি বাঘাযতীন মাঠে পঁচিশে বৈশাখ উপলক্ষ্যে রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান করতে এসেছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব ও তৃণমূলের দার্জিলিং জেলা সভাপতি রঞ্জন সরকার।

তাঁদের মাল্যদান পর্ব শেষ হবার পর তাঁরা দাঁড়িয়েছিলেন বাঘাযতীন মাঠের গেটের সামনে ঠিক সেই সময়ে এসে উপস্থিত হন শিলিগুড়ির মেয়র তথা সিপিআইএম বিধায়ক অশোক ভট্টাচার্য। মুখোমুখি হলেন তাঁরা, দেখা হল, কিন্তু কেউ কারো সাথে কথা বললেন না। অশোক বাবু গাড়ি থেকে নেমে মন্ত্রীর সামনে দিয়ে সোজা ঢুকে গেলেন রবীন্দ্র মঞ্চের সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করতে। অশোকবাবু ভেতরে ঢুকতেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন পর্যটন মন্ত্রী গৌতম দেবও, উঠে গেলেন গাড়িতে। রাজনীতি বড় বালাই। জনপ্রতিনিধিদের এই কর্মকাণ্ড উপভোগ করলেন সামনে দাঁড়িয়ে থাকা রবী প্রেমীরা।