অবতক খবর :: আসানসোল :: ৮ মে ::    লকডাউনে ব্যবসা বন্ধ হয়ে যাবার কারণে ব্যবসায়ীদের প্রভুত ক্ষতি হয়েছে। ব্যবসায়ীদের ক্ষতি সামাল দিতে ব্যবসায়ীদের পাশে দাঁড়ালো আসানসোল পৌরনিগম।পৌরনিগমের মেয়র জিতেন্দ্র তিওয়ারি আজ এই কর ছাড়ের ঘোষণা করেন।


ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স রিনিউ করার জন্য বিশেষ কর মুকুবের কথা ঘোষণা করেন মেয়র। তিনি জানান যে সব ব্যবসা প্রতিষ্ঠানের কর ৫০০ টাকা তাদের ৫০ শতাংশ, ৫০১ থেকে ১৫০০ টাকা তাদের ৪০ শতাংশ, ১৫০১ থেকে ৩০০০ টাকা তাদের ৩০ শতাংশ, ৩০০১ থেকে ৭০০০ টাকা তাদের ২৫ শতাংশ, ৭০০১ থেকে ১০০০০ টাকা তাদের ২০ শতাংশ এবং ১০০০০টাকার উপরে প্রতিষ্ঠানদের ১০ শতাংশ কর মকুব করা হয়েছে।

মেয়র জানান কর মকুবের ফলে পৌরনিগমের রাজস্ব চলতি বছরে ৮০ লক্ষ টাকা ঘাটতি হবে। তাছাড়া প্রত্যেক বরো অফিসে সামাজিক দূরত্ব বজায় রেখে হোল্ডিং ট্যাক্স নেওয়া হবে।