গড়ার পালা শেষ।এখন ভাঙো আর ভাঙো। ভেঙে দাও সব মনীষী, চুরমার করো সব মনীষা।গোলমাল করে দাও সব দিশা। এবার জেএন ইউ চত্বরে ভাঙা হলো বিবেকানন্দের মূর্তি ১৪ নভেম্বর

মেনু
তমাল সাহা

খাদ্য তালিকায় এবার
জুড়ে গেল নতুন খাবার।
মানুষের পাকস্থলীর জোর গিয়েছে বেড়ে
গ্র্যানাইট পাথরও চিবিয়ে খায় অকাতরে।

মানুষ এখন হজম করছে পাথরের মূর্তি
গপাগপ গিলছে লেনিন, বিদ্যাসাগর, সুকান্ত—
কী দারুণ ফুর্তি!

এবার বিবেকানন্দকে খেল জেএনইউ চত্বরে
আহা, দেশপ্রেমে কী মত্ত রে!

ঘটনার কার্য কারণ আছে।
যারা পরাজয়ে হা-হন্ত
এটা কি তাদের চক্রান্ত?
দাপট নিষ্ফল,মনে সঞ্চিত গ্লানি
চলুক শালা মূর্তির উপর হয়রানি।

অদূরে কে বাজায় বিষের বাঁশি
গেরুয়া বসনে মুখ ঢাকে বীর সন্ন্যাসী।

দেখো, এ দেশের কী বিচিত্র বাহার!
চিহ্নিত করো,
কারা এই কালাপাহাড়?