অবতক খবর,২৮ নভেম্বরঃ গত ২৪ শে নভেম্বর নওদা শিবনগর এলাকায় সন্ধ্যার সময় মতিরুলের উপর চড়াও হয়েছিলেন দুষ্কৃতীরা। প্রথমে তাকে বোমা তারপরে মতিরুলকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে আমতলা গ্রামীণ হাসপাতাল পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয় এই নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা উঠে আসে আজ এই ব্যাপারে মাননীয় জেলা পুলিশ সুপার সঙ্গে দেখা করতে আসেন মতিরুলের স্ত্রী রিনা খাতুন বিশ্বাস এবং সাজিজুল হক। রিনা খাতুন বিশ্বাস তিনি সাংবাদিকদের সামনে সোজা সাপটা বলেন আমার স্বামী গোষ্ঠীদ্বন্দ্বের শিকার এর আগেও আমার স্বামীকে মারার চেষ্টা করা হয়েছিল কিন্তু পারেনি। বর্তমানে যে দশজনের নাম দেয়া হয়েছে এখনো পর্যন্ত পুলিশ তাদের ধরতে পারেনি, সেই কারণে আজ মাননীয় পুলিশ সুপারের সঙ্গে দেখা করলেন রিনা খাতুন বিশ্বাস এবং সাজিজুল হক। এ ব্যাপারে জেলার সাংসদ বলেছেন আবেগের বশে এই নামগুলি তিনি দিয়েছেন তার উত্তরে রিনা খাতুন বিশ্বাস বলেন এখানে আবেগের কোন ব্যাপার নাই এর আগেও আমার স্বামীকে মারার চেষ্টা করা হয়েছিল তখন তারা পারেনি আর যখন ছেলের সঙ্গে দেখা করে বাড়ি ফিরছিলেন তখন দুষ্কৃতীরা তার উপরে চড়াও হয়, প্রথমে তাকে বোমা মারে তারপর যখন সে গাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখন তাকে গুলি করে দুষ্কৃতীরা। তিনি বলেন পুলিশকে দশ জনের নাম দেয়া হয়েছে এখনো পর্যন্ত দুষ্কৃতীরা ধরা পরলো না সেই ব্যাপারে আজ মাননীয় পুলিশ সুপারের সঙ্গে এই সাক্ষাৎকার বলে তিনি জানান।