অবতক খবর,২৮ নভেম্বর : গোয়ালপোখর থানার এক বিচারাধীন আসামির বালুরঘাট সংশোধনাগারে মৃত্যুর ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। চিকিৎসার অভাবে মৃত্যু সহ গোয়ালপোখর থানার পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে গোয়ালপোখরের দক্ষিণ সাহাপুর এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে গ্রামবাসীরা। ঘটনায় দক্ষিণ সাহাপুর এলাকাজুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। গোয়ালপোখর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই আসামি গোয়ালপোখর থানার দক্ষিণ সাহাপুর এলাকার বাসিন্দা মানিরুল ইসলাম। পেশায় তিনি গাড়ি চালক। প্রায় ৬ মাস আগে গোয়ালপোখর থানার এনডিপিএস মামলায় মনিরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর মনিরুলকে রায়গঞ্জ সংশোধনাগারে রাখা হয়। পরবর্তীতে তাকে বালুরঘাট সংশোধনাগারে পাঠানো হয়। সোমবার সকালে বালুরঘাট সংশোধনাগারে মনিরুলের মৃত্যু হয় বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। পরিবারের অভিযোগ, চিকিৎসার অভাবে মনিরুল ইসলামের মৃত্যু হয়েছে। পাশাপাশি গোয়ালপোখর থানার পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগও এনেছে মৃত মনিরুলের পরিবার।