অবতক খবর,১৯ জানুয়ারি: আজ ঈদগাহ ময়দান পার্শ্বস্থিত অঞ্চলে মৃণাল কান্তি সিংহ রায়কে সাড়ম্বরে শ্রদ্ধা জানানো হয়। এই সংস্থার আয়োজকের মূল নেতৃত্বে ছিলেন কেয়া ঘোষাল এবং বাবুল চক্রবর্তী। এই অঞ্চলের রাজনৈতিক এবং অন্যান্য সুধীজন তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করেন এবং বক্তব্য রাখেন।

কেয়া ঘোষাল জানান, আবুদাকে স্মরণ এবং শ্রদ্ধা জানাতে পেরে তারা নিজেদের সৌভাগ্যবান বলে মনে করছেন। আবুদার মতো কর্মজীবী মানুষ অদ্বিতীয়। বাবুল চক্রবর্তী বলেন,কাঁচরাপাড়ার মতো এমন একটি জায়গায় এই মানুষটিকে পাওয়া আমাদের জীবনের একটি উল্লেখযোগ্য ঘটনা। যেখানে মানুষের দুরবস্থা সেখানেই মৃণাল সিংহ রায়। তিনি যুবকদের কাছে ভগবান হিসেবে পরিচিত। আজকের এই অনুষ্ঠানে উল্লেখযোগ্যভাবে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা সুবোধ অধিকারী এবং প্রাক্তন উপ পৌর প্রধান মাখন সিনহা। অন্যদিকে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা এবং শহরের বিভিন্ন সুধীজন।