অবতক খবর,১৭ জুলাইঃ আজ ১৭ জুলাই সেই শুভ সন্ধিক্ষণ। কে হবে মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান। গত ১৪ই জুন বিজেপি থেকে যোগ দেওয়া তিনজন কাউন্সিলর সহ মোট নজন তৃণমূল কাউন্সিলর, চেয়ারপারসন ললিতা দাস নন্দীর বিরুদ্ধে অনাস্থা আনেন। ললিতা দাস নন্দী এই অনাস্থার বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হন বলে তিনি জানান।

মুর্শিদাবাদ পৌরসভার আসন সংখ্যা ১৬ টি এর মধ্যে ৯টি তৃণমূল ৬টি বিজেপি ১টি নির্দল আসন পায়। কয়েক মাস পর বিজেপি থেকে তিনজন কাউন্সিলর তৃণমূলে যোগ দেন।এই অনাস্থার পর পৌরসভার আইন অনুযায়ী গত ১১ ই জুলাই তলবি সভা ডেকে চেয়ারম্যানকে অপসারণ করা হয়, ওই সবাই ভাইস চেয়ারম্যান মেহেদী আলাম মির্জা কে চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়। আজ ১৭ ই জুলাই চেয়ারম্যানের আসনে কে বসবেন তা নিয়ে ভোটাভুটি হয়। ফাহিম মির্জা কাউন্সিলার তিনি ইন্দ্রজিৎ ধরের নাম চেয়ারম্যান হিসাবে প্রস্তাব করেন। সেই প্রস্তাব সমস্ত কাউন্সিলর সমর্থন করেন। এরপর মুর্শিদাবাদ শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মুর্শিদাবাদ পৌরসভার সামনে থেকে শহীদ দিবস উপলক্ষে ধর্মতলা চলো মিছিল এই শহর পরিক্রম করে।