অবতক খবর :: মুর্শিদাবাদ ::   মুর্শিদাবাদ জেলা পুলিশের উদ্যোগে বহরমপুর শহরের শনিবার একটি সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হলো। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভআরম্ভ হয়।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের জেলাশাসক জগদীশ প্রসাদ মিনা, নদিয়া মুর্শিদাবাদ রেঞ্জ ডিআইজি শ্রীমুকেশ, পুলিশ সুপার কে সাবরি রাজকুমার, অতিরিক্ত পুলিশ সুপার অনিস সরকার, অতিরিক্ত পুলিশ সুপার লালবাগ তনময় সরকার ,বহরমপুর থানার আইসি সনৎ দাস, মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর প্রশান্ত বিশ্বাস।

আধিকারিকরা তাদের বক্তব্য করোনাভাইরাস মোকাবেলায় মানুষকে যেভাবে লকডাউন এর সময় সচেতন করা হয়েছিল আগামী দিনেও যাতে মানুষ সচেতন থাকে সেদিকে নজর রাখা হবে। ব্যবসায়ীরা স্যানিটাইজার এবং মাস্ক ব্যবহার করছেন কিনা সেদিকে নজর রাখা হবে। এবং মানুষ সামাজিক দূরত্ব বজায় রাখছে কিনা এসব কিছুর ওপর নজর দেয়া হবে। সাধারণ পথচলতি মানুষক মাস্কও স্যানিটাইজার বিতরণ করা হলো জেলা পুলিশের পক্ষ থেকে। কোন মানুষ যদি মাস্ক না পড়ে তাহলে তার বিরুদ্ধে জরিমানা নেওযা হবে। এমনটাই আজকে অনুষ্ঠানের মধ্য দিয়ে জানানো হলো।