অবতক খবর,২০ সেপ্টেম্বর: জৈন ধর্ম ভারতীয় উপমহাদেশের একটি প্রাচীনতম ধর্ম। জৈন ধর্মের মূল আদর্শ অহিংসা ও ক্ষমা প্রার্থনা। জৈন ধর্মের প্রতিষ্ঠা করেন তীর্থঙ্কর আদিনাথ এবং ২৪তম তীর্থঙ্কর ছিলেন মহাবীর। মুর্শিদাবাদ জেলার লালগোলায় জৈন ধর্মের আগমন ঘটে প্রায় ১০০ বছর আগে। লালগোলা জৈন মন্দির প্রতিষ্ঠা হয় ১৯১৬ সালে। জৈন ধর্মের বিভিন্ন পার্বণের মধ্যে সবথেকে বড় পার্বণ হল দশ লক্ষণ পর্ব। এই পার্বণ চলে টানা ১১ দিন। প্রতিবছর বাংলা ভাদ্র মাসে এই পার্বণ অনুষ্ঠিত হয়। এই পার্বণের দশদিন জৈন ধর্মালম্বীদের কাছে ত্যাগ, সংযম, পবিত্র দিন। তীর্থঙ্করের মূর্তি নিয়ে নগর পরিক্রমা, উপবাস, ক্মা মার্জনার মাধ্যমে এই উৎসবের পরিসমাপ্তি ঘটে। এই সময় জৈন ধর্মের মানুষেরা তাদের জীবনে দশটি গুণ যেন পরিলক্ষিত হয় তার নিষ্ঠার সঙ্গে তার প্রচেষ্টা করে।