অবতক খবর :: মুর্শিদাবাদ ::    বহরমপুরে জেলা কংগ্রেস পার্টি অফিসে সাংবাদিক বৈঠক করলেন সংসদ অধীর রঞ্জন চৌধুরী। আজ জেলা কংগ্রেস পার্টি অফিসে বঞযা বিধানসভা কল্যনপুর ২ ব্লকের থেকে প্রায় ৭০ জন তৃণমূল কংগ্রেস কর্মী কংগ্রেসে যোগদান করলেন তাদের হাতে কংগ্রেসের পতাকা তুলে দিলেন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।

তিনি জানালেন গোটা জেলা জুড়ে তৃণমূলের ভাঙ্গনের সংক্রামণ শুরু হয়েছে। পুলিশ দিয়ে মস্তান দিয়ে কংগ্রেসে যোগদান আটকানো যাবে না। যতদিন যাবে একে একে বহু কর্মী-সমর্থক কংগ্রেসে যোগদান করবে। মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের যে ভাঙ্গনের সংক্রমণ শুরু হয়েছে এটা থেকে রক্ষা করার তৃণমূলের কাছে কোন ভ্যাকসিন নেই। অমিত সাহা ভার্চুয়াল সভা করছেন কিন্তু এখানে আজ একচুয়াল ভাবে যোগদান করল। তৃণমূলের পতন আসন্ন । সেই জন্যই আজ তৃণমূল দল থেকে আপনারা কংগ্রেসে যোগদান করলেন।