অবতক খবর,২৯ নভেম্বর : পিটিয়ে বাবাকে খুনের অভিযোগ উঠল ছেলের বিরদ্ধে। মৃতের নাম মুন্টু মন্ডল, বয়স ৬০। ঐ ঘটনায় মঙ্গলবার সকালে চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের ইসলামপুরের বালুমাটি এলাকায়, স্থানীয় সূত্রে জানা যায়, মৃতের ছেলে সফিকুল মন্ডল দীর্ঘদিন ধরে নেশা করত। তার জেরেই বহুদিন ধরে বাবার সাথে অশান্তি হতো, শুধু তাই নয় স্ত্রী সন্তান সহ তার বাবাকেও মারধর করে বলে অভিযোগ গ্রামবাসীদের। পরিবার সূত্রে খবর মাস ছয় আগে থেকে জমির বিক্রির জন্য সফিকুল মন্ডল চাপ দিতে থাকে তার বাবাকে। কেননা নেশার দায়ে ঋণগ্রস্ত হয়ে পড়েছিল সফিকুল মন্ডল। কিন্তু তার বাবা তাতে রাজি হননি। সুযোগ বুঝে গত শুক্রবার বিকেলের দিকে সফিকুলের বাবা মুন্টু মন্ডল গোয়াস এলাকার ইট ভাটায় কাজের জন্য যাচ্ছিল, সেইসময় পিছন দিক থেকে সফিকুল মন্ডল তার বাবাকে বাঁশ দিয়ে বেধড়ক মারধর করে। ঘটনায় আহত হয় মন্টু মন্ডল। ঘটনাস্থলেই বৃদ্ধকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। তারপরে পরিবারের লোকেদের খবর দিলে ঘটনাস্থল থেকে তারা বৃদ্ধকে উদ্ধার করে তড়িঘড়ি চিকিৎসার জন্য নিয়ে যায় স্থানীয় ইসলামপুর গ্রামীন হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তর করা হয় বহরমপুর মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসার পর বাড়ি ফিরে আসেন সফিকুল মন্ডলের বাবা মন্টু মন্ডল। হঠাৎ সোমবার গভীররাতে মৃত্যু হয় মুন্টু মন্ডলের। তারপরেই অভিযুক্তের নামে লিখিত অভিযোগ করে মৃতের পরিবার। তারপরেই বাড়ি ছেড়ে বেপাত্তা অভিযুক্ত ছেলে সফিকুল মন্ডল। অভিযোগের পরেই বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য মৃতদেহ হাসপাতালে পাঠায় পুলিশ। পাশাপাশি অভিযুক্ত তার কোন আত্মীয়ের বাড়িতে গা ঢাকা দেওয়ার জন্য গেলে আত্মীয়রা তাকে আজ সকালে পুলিশের হাতে তুলে দেয়।