অবতক খবর ,সংবাদদাতা , মুর্শিদাবাদ :-   ঘটনাটি ঘটেছে বুধবার সকালে সাগরপাড়া থানার নরসিংহপুর রমনারায়ণপাড়া গ্রামে। একটি বাড়িতে সাপটি দেখতে পাওয়া যায়। সাপটিকে দেখতে এলাকার মানুষ এসে ভিড় জমায়, শুরু হয় জল্পনা সাপটি অজগর না চন্দ্রবোরা সেই বিষয়ে অনেকরই অজানা। অনেকে বলছে অজগর আবার অনেকই বলছে চন্দ্রবোরা।

সাপটি উদ্ধার করে একটি জলের ড্রামের মধ্যে ঢুকিয়ে রাখেন স্থানীয়রা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে সাগরপাড়া থানায় ভারপ্রাপ্ত আধিকারিক শ্রী বিশ্বজিৎ হালদার ,বন্দপ্তরের সঙ্গে যোগাযোগ করেন বলে পুলিশ সূত্রের খবর। বন দপ্তরের লোক আসলে তাদের হাতে তুলে দিবে বলে জানান সাগর পাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিশ্বজিৎ হালদার।  এই সাপ দেখতে পাওয়ার পরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে, কোথায় থেকে আসলো এতো বড়ো সাপ আদৌ কি নাম তার তা নিয়েও শুরু হয়েছে জল্পনা।