অবতক খবর ,ভরত মাহাতো , পুরুলিয়া :- করোনা আবহে জেলার ছৌ শিল্পীরা সমস্যায়। নেই ছৌ এর বরাত , সামনেই দূর্গা পূজা তাই চলছে জোরকদমে প্রশিক্ষণ। এমনেই চিত্র দেখা গেলো ঝালদা থানার পিল্লাই ছৌ নৃত্য পার্টির এক প্রশিক্ষণ শিবিরে |

তারা শুরু করেছে , দর্শকদের জন্য এবছরের নতুন পালা ” করোনা শুরু বোধ “। প্রশিক্ষক অমরেশ মাহাতো , ম্যানেজার তরুণী চরণ মাহাতো , উস্তাদ গুরুপদ মাহাতো ও অতুল কুইরি , জানান প্রতি বৎসর দূর্গা পূজায় ভারত বর্ষের বিভিন্ন স্থানে ছৌ নাচের বরাত এলেও ,এবৎসর করোনা আবহে এখনও একটাও বরাত পাইনি। তবুও আসায় বুক বাঁধছি যদি বরাত পাই , তাই সামাজিক দূরত্ব রেখে চলছে প্রশিক্ষণ নাম ” করোনা শুরু বোধ “।