অবতক খবর , সংবাদদাতা , মুর্শিদাবাদ :-  কোভিদ নাইনটিন একটু সীমিত হতেই মুর্শিদাবাদ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর নেতৃত্বে মুর্শিদাবাদ জেলা জুড়ে পোলিও কর্মসূচি চলছে।

জেলার প্রায় বিভিন্ন প্রান্তে বাচ্চাদের পোলিও খাওয়ানো বাদ না পড়ে , সেদিকে যথেষ্ট লক্ষ্য রাখছে জেলা স্বাস্থ্য দপ্তর জেলায় প্রায় ৮লক্ষ বাচ্চাকে পোলিও আওতায় রাখা হয়েছে।

শুধু বহরমপুর শহর নয় বিভিন্ন জায়গাতে ছোট ছোট বুধ করে পথচলতি বাচ্চাদের পোলিও খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। প্রায়ই বহরমপুর বাস স্ট্যান্ড এলাকায় ও আশেপাশে আড়াই থেকে তিন হাজার বাচ্চাকে পোলিও খাওয়ানোর ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য দপ্তর।