অবতক খবর , সংবাদদাতা , মুর্শিদাবাদ :- আজ মুর্শিদাবাদ জেলার বহরমপুর পঞ্চানন তলা মোড়ে তৃণমূল ড্রাইভার হেল্পার ও ওয়ার্কার্স ইউনিয়ন এর পক্ষ থেকে সাত দফা দাবি নিয়ে বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়। ইউনিয়নের নেতা আবু সুফিয়ান জানান করণা পরিস্থিতিতে ড্রাইভার হেল্পার ও খালাসিদের অবস্থা খুবই খারাপ। ২০১৩ সাল থেকে এই ইউনিয়ন গঠন করা হয়েছে।

করোনাকালে বাস ও ট্রাকের মালিক রা ড্রাইভারদের ও খালাসি হেলপারদের কোন রকম সুবিধা দিচ্ছে না। তাদের দাবি অবিলম্বে ডাইভারদের ২০০০ টাকা বেতন বর্ধিত করতে হবে এবং কোন খালাসীকে গাড়ি থেকে নামাতে গেলে অগ্রিম তিন মাসের বেতন দিতে হবে। এই রকমই আরো কিছু দাবি নিয়ে আজকের এই আন্দোলন বলে জানা যাচ্ছে।

এছাড়াও তিনি উল্লেখ করেন , এক বিজেপি কর্মীর মৃত্যুকে ঘিরে ,পঞ্চানন তলা বিজেপি শ্রমিক ইউনিয়ন অফিসে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপস্থিতি , বিজেপির রাজনৈতিক ফায়দা নেয়ার চেষ্টা করছে বলেও তিনি মত প্রকাশ করেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল শ্রমিক ইউনিয়নের কর্মীরা।