অবতক খবর,২৪ এপ্রিল,কলকাতা,সুমিত:  চলতি মাসের শেষে মোদী-মমতা সাক্ষাতের একটা সম্ভাবনা তৈরি হয়েছে। ৩০ এপ্রিল দিল্লিতে সব রাজ্যের মুখ্যমন্ত্রী এবং হাইকোর্টের বিচারপতিদের কনক্লেভ রয়েছে। সেই হাই প্রোফাইল অনুষ্ঠানে যোগ দিতে ২৯ এপ্রিল দিল্লি উড়ে যাবেন মুখ্যমন্ত্রী মমতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৩০ এপ্রিল সেই কনক্লেভ উদ্বোধন করবেন। তারপরেই মমতা-মোদীর দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা রয়েছে। এমনই একটা জল্পনা তৈরি হয়েছে জাতীয় রাজনীতির ময়দানে।

সাম্প্রতিককালে কলকাতা হাইকোর্টের একাধিক রায় ঘিরে অসন্তোষ তৈরি হয়েছে মমতা সরকারের অন্দরে। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে পাল্টা ডিভিশন বেঞ্চে গিয়েছে নবান্ন। কোথাও
বেঞ্চ সিঙ্গল বেঞ্চের রায়ে স্থগিতাদেশ দিয়েছে, কোথাও আবার বহাল রেখেছে সিঙ্গল বেঞ্চের রায়।

পাশাপাশি কেন্দ্র-রাজ্য সংঘাত এই মুহূর্তে বড় চর্চার বিষয়। কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার নিয়ে বারবার মোদী সরকারের বিরুদ্ধে সরব রাজ্যের শাসক দল তৃণমূল। এমনকি, রাজ্যের বকেয়া মেটাতেও গড়িমসি করছে মোদী সরকার। এই অভিযোগে বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। দ্বিপাক্ষিক স্তরে ঝুলে থাকা এই সমস্যা সমাধানে এক টেবিলে বসবেন কি মোদী-মমতা?