অবতক খবর :: অনুপ কুমার মন্ডল :: নদীয়া ::     অভিশপ্ত করোনা ভাইরাস থাবা বসিয়ে সারা বিশ্বকে যেভাবে গ্রাস করে রেখেছে তার থেকে নিস্তার পায়নি আমাদের এই ভারতবর্ষ তথা বাংলা। এই ভয়াবহ পরিস্থিতির মোকাবেলা করতে সারা দেশ জুড়ে লকডাউন চলছে এবং তার জন্য সবকিছুই আজ স্তব্ধ।

সারা ভারতবর্ষে অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়েছে এই পরিস্থিতিতে বাংলা ও বাদ যায়নি। বিপর্যয় মোকাবিলার জন্য বাংলার জনদরদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমার্জেন্সি রিলিফ ফান্ড ঘোষণা করেন। সেই মতো চাকদহ ছাত্র মিলনী ক্লাব মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে কুড়ি হাজার টাকা অনুদান দিলেন। এবং এর সাথে সাথে ক্লাবের কর্মকর্তা সুহিদ রায় বললেন এই লকডাউনে সরকারের নির্দেশ মেনে ঘরে থাকুন মুখে মাক্স ব্যবহার করুন হাতে স্যানিটাইজার ব্যবহার করুন এবং আপনি সুস্থ থাকুন অপর সুস্থ রাখুন।