অবতক খবর,১৫ মার্চ : আইনজীবী সঞ্জয় বসুকে বুধবার রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট। ভুয়ো অর্থলগ্নির সংস্থার মামলায় তদন্তে নেমে সঞ্জয়ের আলিপুরের বাড়িতে হানা দিয়েছিলেন কেন্দ্রীয় সংস্থা ইডির তদন্তকারীরা। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন ‘‘ও আমার আইনজীবী। তাই ওকে হেনস্থা করছে।’’ বুধবার আলিপুর নিবাসী সেই আইনজীবীর মামলাতেই আদালত জানিয়ে দিল, পরবর্তী নির্দেশ ছাড়া মামলাকারী সঞ্জয়ের বিরুদ্ধে আপাতত কোনও ব্যবস্থাই নিতে পারবে না ইডি। তবে তদন্ত চালিয়ে যেতে কোনও আপত্তি নেই।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র হাতে গ্রেফতার হতে পারেন এই আশঙ্কা করে গ্রেফতারির বিরুদ্ধে আগেই রক্ষাকবচ চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন আইনজীবী সঞ্জয়। বুধবার তাঁর সেই রক্ষাকবচের আর্জিই মঞ্জুর করল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। সোমবার এই মামলার পরবর্তী শুনানি হতে পারে বলে আদালত সূত্রে খবর।