১৫ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে ফরাক্কা ব্লকের বাহাদুরপুর পঞ্চায়েতের ঢুলিপাহাড়ি গ্রামের মাতৃ সদন হাসপাতাল

অবতক খবর,১৫ মার্চঃ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বলছে স্বাস্থ্যের উপর জোর দিতে আর তাই বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে মডেল হাসপাতাল আর তেমনি সময় এক ভিন্ন ছবি ধরা পড়লো ফরাক্কা ব্লকের বাহাদুরপুর পঞ্চায়েতের ঢুলিপাহাড়ি গ্রামে 2003 সালে তৈরি হওয়া মাতৃ সদন হাসপাতালের।ফরাক্কা বিধানসভার কংগ্রেসের 25বছরের থাকা বিধায়ক মইনুল হকের আমলে তৈরি হয় এই হাসপাতালটি।কিন্তু এই হাসপাতালের ভগ্ন দশা ১৫ বছর ধরে একি অবস্থায় পড়ে রয়েছে,এই হাসপাতালে এখন নাই কিছুই।ডাক্তার তো আসে না, মাসে ১ দিন করে ভ্যাকসিনের জন্য আসেন আশা কর্মীরা ।এই এলাকা ঝারখান্ড লাগুয়া পিছিয়ে পড়া আদিবাসী অধ্যুষিত এলাকা।এই গ্রামে কেউ অসুস্থ হলে ১০থেকে ১২কিলোমিটার দূরে ফরাক্কা বেনিয়া গ্রাম স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হয় এমনটাই জানাচ্ছেন এলাকার বাসিন্দারা।অনেকবার এলাকার প্রধান ,মেম্বার দের জানিয়ে ও কোন লাভ হয় নি।ভোট আসলে প্রতিশ্রুতি দেয় সবাই হাসপাতাল টি চালু হবার কিন্তু ভোট পার হয়ে গেলে আর কেউ ভাবে না,এমনটাই অভিযোগ এলাকার মানুষের।হাসপাতালটি চালু হলে এলাকার বিভিন্ন গ্রামের মানুষের সুবিধা হবে বলে মনে করেন বাসিন্দারা।