অবতক খবর , শিলিগুড়িঃ       রাজ্যসরকারে গ্রুপ ডি পদে চাকরি পেল গীতা মাহালি। বিগত তিন বছর ধরে নকশালবাড়ি তথা শিলিগুড়িতে এই মাহালি পরিবারকে নিয়ে চর্চায় ছিল বিজেপি এবং তৃণমূল। এদিন রাজ্যসরকারের গ্রুপ ডির হোমগার্ড পদে চাকরি পেল মাহালি পরিবার। জানা গিয়েছে দার্জিলিং জেলার তৃণমুল সভাপতি রঞ্জন সরকার তাদের বাড়ি গিয়ে রাজ্যসরকারের নিয়োগ সংক্রান্ত চিঠি পরিবারের হাতে তুলে দেন।

নকশালবাড়ি এলাকায় মাহালি পরিবারে বিগত তিন বছর আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আগমন এবং মধ্যাহ্ন ভোজন করেন । এরপরই মাহালি পরিবারে যান গৌতম দেব। পরবর্তীকালে তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন। এনিয়ে রাজনৈতিক মহলে কম জলঘোলা হয়নি।

বিজেপি সাধারণ সম্পাদক আনন্দময় বর্মন জানান অমিত শাহ গিয়েছিলেন তাদের বাড়িতে মধ্যাহ্ন ভোজন করতে। তাদের হাতে বিজেপির পতাকা তুলে দেননি। কিন্তু তৃণমূল এনিয়ে রাজনীতি করছে। ওই পরিবারকে চাকরি দিয়ে তৃণমূল আরো বেশি রাজনীতি করল বলে তিনি অভিযোগ করেন।