অবতক খবর , সম্পা ভট্টাচার্য : মালবাজার (জলপাইগুড়ি) :- গত ২৫ জানুয়ারি থেকে মালবাজারে ৩২ তম জলপাইগুড়ি জেলা বইমেলা চললেও সেটা যে চূড়ান্ত অসফল তা বই বিক্রেতাদের কথায় স্পষ্ট।কলকাতার আনন্দ প্রকাশনীর পক্ষে বিশ্বজিত মন্ডল বলেন যে বইমেলার পরিস্থিতি দেখে তারা খুবই হতাশ।

খুচরো বিক্রি প্রায় নেই বললেই চলে।কয়েকটি লাইব্রেরি কিছু বই কিনলেও তা অপর্যাপ্ত। মানুষ মেলায় এসে স্টেজে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতেই ব্যাস্ত।সাংস্কৃতিক অনুষ্ঠানটাই এখানে মূখ্য।বইমেলা গৌন।প্রোগ্রেসিভ প্রকাশনের পক্ষে সঞ্জয় জানা বলেন আমাদের পরিস্থিতি খুবই খারাপ।যাতায়াতের খরচা উঠবে কিনা সন্দেহ। .

এবারের মত অভিজ্ঞতা তাদের কখনো হয়নি।বইমেলার পরিস্থিতি দেখে হতাশা প্রকাশ করেছেন মাল আদর্শ বিদ্যাভবনের বিজ্ঞান বিভাগের শিক্ষক অনিল চন্দ্র বর্মন।

তিনি বলেন স্টলগুলো দেখে খুব খারাপ লাগছে।বিক্রি নেই বললেই চলে।তিনি সাধারণ মানুষের কাছে বই কেনার অনুরোধ জানিয়েছেন।

 

মালবাজারে ৩২ তম জলপাইগুড়ি জেলা বইমেলা চললেও সেটা চূড়ান্ত অসফল