অবতক খবর,হক জাফর ইমাম, মালদা::মালদা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের ওয়ার্ড থেকে নিখোঁজ রোগীর খোঁজ মিলল। সোমবার সকালে পুকুরিয়ার সম্বলপুর গ্রামে থেকে উদ্ধার হয় আবু তালাহা নামে ওই রোগী। গত, শনিবার নিখোঁজ হয়েছিলেন তিনি। সোসাল মিডিয়ার মাধ্যমে রোগীকে ফিরে ফেলেন বলে দাবি পরিবারের।

পুলিশ জানিয়েছে, রোগীর নাম আবু তালাহা (৫২)। তাঁর বাড়ি পুকুরিয়া থানার সম্বলপুর গ্রাম পঞ্চায়েতের ইসলামপুর এলাকায়। গত বৃহস্পতিবার বুকে যন্ত্রণা নিয়ে মালদা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি হন তিনি। মেডিসিন বিভাগে চিকিৎসা চলছিল তাঁর। শনিবার রাতে পুরুষ বিভাগ থেকে মহিলাদের বের করে দেয় নিরাপত্তা রক্ষীরা।

নিখোঁজ রোগীর স্ত্রী হাসনারা বিবি বলেন, যেহেতু মেডিক্যাল বিভাগটি পুরুষদের , তাই শনিবার রাতে আমাকে সেখানে থাকতে দেয় নি কর্তৃপক্ষ। তাই রাতে মেডিক্যাল কলেজের বাইরে কাটিয়েছি। রবিবার সকালে যখন জলখাবার দিতে অসুস্থ স্বামীর কাছে যায়, তখন দেখি স্বামী শয্যায় নেই।

এরপর মেডিকেল কলেজের কর্তব্যরত নার্স, স্বাস্থ্য কর্মীদের কাছে জিজ্ঞাসা করি কিন্তু কেউ কোনো সদুত্তর দিতে পারেননি। হঠাৎ করে চিকিৎসারত অবস্থায় আমার স্বামী কোথায় গেল, তার কোনো সদুত্তর দিতে পারিনি মেডিকেল কলেজ কর্তৃপকও্ষ। এব্যাপারে প্রথমে মেডিক্যাল কলেজ সংলগ্ন পুলিশ ক্যাম্পে অভিযোগ জানায়। পরে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেছি।