হক জাফর ইমাম,অবতক খবর ::মালদা: মালদা ত্রিপাঠী নার্সিংহোমের অভিনব উদ্যোগ, হৃদরোগে আক্রান্ত রোগীদের চিহ্নিতকরণ, তাৎক্ষণিক চিকিৎসা এবং স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতে গ্রামীণ চিকিৎসকদের নিয়ে এক সচেতনতামূলক শিবিরের আয়োজন করলো নার্সিংহোম কর্তৃপক্ষ।

মূলত এই স্বাস্থ্য সচেতনতা শিবিরে জেলার আরএমপি অ্যাসোসিয়েশনের চিকিৎসকরাই উপস্থিত ছিলেন। শহরের ঝালঝালিয়া এলাকায় আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানের।

উপস্থিত ছিলেন ওই নার্সিংহোমের কর্ণধার তথা বিশিষ্ট চিকিৎসক জয়দীপ ত্রিপাঠী। এই বিষয়ে তিনি জানান, আরএমপি অ্যাসোসিয়েশনের অভিজ্ঞ এবং বিশিষ্ট চিকিৎসকরা আজ উপস্থিত আছেন এই শিবিরে। মূলত তাদের নিয়েই আজকের এই সচেতনতা মূলক আলোচনা।

হৃদরোগে আক্রান্ত রোগীদের কিভাবে চিহ্নিত করণ করা সম্ভব কিকি পরীক্ষার মধ্যে দিয়ে, তাদের প্রাথমিক চিকিৎসা সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এই বিষয়গুলি নিয়ে উপস্থিত সংগঠনের সাথে যুক্ত চিকিৎসকরাও তাদের অভিমত প্রকাশ করেন। গ্রাম্য এলাকায় চিকিৎসা ব্যবস্থা আরও উন্নত করে তুলতে একটি ছোট্ট প্রয়াস এই ত্রিপাঠি নার্সিংহোমের।