অবতক খবর,২৯ আগস্ট,মালদা: মালদা জেলা মানিকচকে ভাঙ্গন পরিস্থিতি পরিদর্শন করলেন সংযুক্ত মোর্চার প্রতিনিধি দল।

মালদা জেলার মানিকচক ব্লকের ভুতনি চরের কেশবপুর এলাকায় বিগত কিছুদিন আগের বাঁধের একাংশ গঙ্গা নদীগর্ভে তলিয়ে যায়।
পাশাপাশি গদাই চরের কয়েকশো পরিবার গঙ্গা নদীর জলে বন্যায় প্লাবিত হয়।
বর্তমানে বানবাসীরা ভুতনির হীরানন্দপুর বাঁধে ঠাঁই নিয়েছে।
এদিন সংযুক্ত মোর্চার তরফ থেকে সিপিআইএমের পলিটব্যুরোর সদস্য মোহাম্মদ সেলিম,রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আইএসএফের ভাঙ্গর বিধানসভার বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ মালদা জেলা সিপিএইএমের জেলা সম্পাদক অম্বর মিত্র, বামফন্টের শ্রমিক সংগঠনের জেলা সম্পাদক দেবজ্যোতি সিনহা,বামফন্ট নেতা শ্যামল বসাক এবং নেতা কর্মীরা ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন ও সাধারণ মানুষের সাথে কথা বলেন। তবে এদিনের পরিদর্শনের কংগ্রেসের তরফ থেকে কোন প্রতিনিধি উপস্থিত ছিল না।
সাধারণ মানুষের ও বানভাসি মানুষদের অসুবিধার কথা শোনেন এই প্রতিনিধি দলের সদস্যরা।
পাশাপাশি ভুতনি চরের মানুষকে আশ্বাস দেন তাদের অসুবিধার কথা ও ভাঙ্গনে দুরবস্থা পরিস্থিতি আমারা বিধানসভায় ও রাজ্যসভায় তুলে ধরব।
রবিবার দুপুরে ভুতনির কোশিঘাট এলাকার ভাঙ্গন পরিদর্শনের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, মোহাম্মদ সেলিমরা বলেন, মালদায় ভাঙ্গনের অবস্থা খুব ভয়াবহ।রাজ্য এবং কেন্দ্র সরকারের অবহেলার ফলে ভুতনি চরের মানুষের দুরবস্থা।
বালির বস্তা দিয়ে ভাঙ্গন রোধ সম্ভব নয়।ভাঙ্গন রোধের জন্য সঠিক পরিকল্পনা দরকার। আমরা ভাঙ্গনের সমস্যা এবং মানুষের অসুবিধার কথা রাজ্যসভায় ও বিধানসভায় তুলে ধরবো।