অবতক খবর,১ জুনঃ মালদা জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার মালদা কলেজ অডিটোরামে অনুষ্ঠিত হলো এক রাজনৈতিক কর্মশালা। তৃণমূল কংগ্রেসের সমস্ত শাখা সংগঠনের জেলা কমিটি ব্লক কমিটি এবং অঞ্চল কমিটির সভাপতি এবং কর্মীদের নিয়ে আয়োজন করা হয়েছিল এই রাজনৈতিক কর্মশালার। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এই কর্মশালা।

উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সি, জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা বিধায়ক সমর মুখার্জি, মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেস সভানেত্রী তথা বিধায়ক চন্দনা সরকার, ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী সহ অন্যান্যরা।

আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল। পিছিয়ে নেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এই মর্মে আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে জেলা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল এক কর্মশালা।