অবতক খবর,১ নভেম্বর,অভিষেক দাস,মালদা:- কল্পতরু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্ধোপাধ্যায়।

মালদার চাঁচলে নিহত শ্রমিকের স্ত্রীকে হোমগার্ডের কাজে নিযুক্ত করলেন রাজ্য সরকার।মালদহ পুলিস লাইনে ৪২ দিন প্রশিক্ষণ শেষে মঙ্গলবার থেকে চাঁচল থানায় কাজে যোগ দিয়েছে রুপসেনা খাতুন।

জানা গিয়েছে, গত চার মাস আগে উড়িষ্যার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত হন চাঁচল ২ ব্লকের ধানগারা গ্রাম পঞ্চায়েতের বালুয়াঘাটের পরিযায়ী শ্রমিক মাসরেকুল।
বাড়িতে কফিন দেহ ফিরার পর রাজ্য সরকার,রেল ও প্রধানমন্ত্রীর তরফে আর্থিক অনুদান দেওয়া হয়।
সেসময় রাজ্য সরকার তরফে ওই পরিবারের একজন সদস্য সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।অবশেষে তা বাস্তবায়িত করা হয়েছে।
দুই সন্তানের ভবিষ্যত দেখে রাজ্য সরকার রুপসেনা খাতুনকে হোমগার্ডের কাজে নিযুক্ত করেন। চাঁচল থানায় কাজে যোগ দিয়ে তিনি স্থানীয় পুলিস প্রশাসন ও রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।