অবতক খবর,১৭ ডিসেম্বর,মালদা:- মালদায় এবার ব্যাপক সরিষা ফলনের সম্ভাবনা। জেলার আবহাওয়া ভালো থাকায় কৃষকেরা ভালোভাবে চাষ করতে পেরেছেন সরিষা। তবে মরশুমের প্রথমেই গতবছরের তুলনায় এ বছর সরিষার দাম কম থাকায় কিছুটা হলেও চিন্তায় পড়েছেন অধিকাংশ কৃষক। সরকারি সহায়ক মূল্যের সরিষা কেনার কোন ব্যবস্থা নেই। ফলনের ফলে বিভিন্ন হাটে পাইকারি ব্যাবসায়িদের কাছে বিক্রি করতে হয়। আবার অনেক সময় ব্যাবসায়ীরা কৃষকদের বাড়ি থেকে সরিষা কিনে নিয়ে যান।এর ফলে নির্দিষ্ট সহায়ক মূল্য থেকে বঞ্চিত হয়ে পড়ছেন কৃষকেরা। ব্যাবসায়ীরা কম দামে কৃষকদের থেকে সরিষা কিনে মজুত করেন। পরে সেই সরিষা চড়া দামে তাঁরা বিক্রি করেন। গত বছর মালদা জেলায় সাড়ে সাত হাজার থেকে আট হাজার টাকা কু্ইন্ট্যাল দরে বিক্রি হয়েছে।এই বছর সেই দাম এখন পাঁচ হাজার টাকায় দাঁড়িয়েছে। গত বছরের থেকে বহুগুণ দাম কমে গিয়েছে। এদিকে চাষের খরচ থেকে অন্যান্য সামগ্রীর দাম বৃদ্ধি পেয়েছে। এই দাম থাকলে চলতি মরশুমে লোকসানের মুখে পড়বেন সরিষা চাষীরা। তাই সরকারি উদ্যোগে সরিষা কেনার দাবি তুলেছেন।

ইতিমধ্যে মাঠে ফুল চলে এসেছে। হলুদে ভরে গিয়েছে জেলার বিভিন্ন প্রান্তের মাঠ। কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, চলতি মরশুমে মালদহ জেলায় মোট ৩৪ হাজার ৭০০ হেক্টর জমিতে এখন পর্যন্ত সরিষার চাষ হয়েছে। এখন পর্যন্ত আবহাওয়া ভালো শীত রয়েছে আগামীতে যদি এই ধরনের আবহাওয়া থাকে তবে এ বছর রেকর্ডফলনের সম্ভাবনা রয়েছে মালদা জেলায়।