রাজনৈতিক দলেরা এখন কেনা বেচার শপিংমল খুলেছে

মায়ের কথা
তমাল সাহা

এইসব কেনাবেচার দলের জন্ম দিল কারা?
মা বলছে ডেকে, এই পেটে ধরেছি তোদের
তোরা এমন হতচ্ছাড়া!
সবাই বলছে, এতো জন্মদোষ!
পোড়া কপাল আমার, আমার প্রতি সকলের রোষ।
চোখে জল মা বলে,
আমি নাকি মীরজাফরের মা,নই সাচ্চা।
আমি তো দেখি পার্টিগুলিই বেজন্মার বাচ্চা!
বেহায়া বেশরম এরা বুক ভরবে গর্বে
অধঃপতিত এরা কতবার যে দল বদল করবে!

কোনো মা শেখায় নাকি কোনোদিন
সন্তান হোক তার দল বদলু, হোক দলীয় বেশ্যা
এটা আবার কোন মা মাটি মানুষের রাজনীতি,
মানুষ বেচাকেনার ব্যবসা!

এরা বলে গণতন্ত্র, এরা বলে নৈতিকতা।
অর্থের প্রলোভনে
হয়তো বেচে দেবে নিজের বউ-কন্যা পিতা-মাতা।
আমি তো বুঝি না কিছুই
এরা নাকি করবে দেশ ও দশের ভালো!
আমি তো চন্দ্রিমা দেখি না
দেখি প্রতিদিন চন্দ্রভুক অমাবস্যার কালো।