অবতক খবর,১৭ আগস্ট,মালদা:- এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ কে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল মালদা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে গতকাল গভীর রাতে পুরাতন মালদার মুচিয়ার মোহনবাগান এলাকায় পুলিশি টহলদারির সময় সেই বৃদ্ধকে দেখতে পান তৎক্ষণাৎ তাকে জিজ্ঞাসাবাদ করলে, জানা যায় যে তিনি বিগত 10 দিন থেকে ঘর ছাড়া রয়েছেন তড়িঘড়ি করে তাকে উদ্ধার করেন এবং তাকে নিয়ে আসা হয় মালদা থানায়। পরবর্তীতে ওই বৃদ্ধের পরিবারের খোঁজ শুর করেন।জানা যায় ওই বৃদ্ধের বাড়ি মুর্শিদাবাদ এলাকার রানিতলা থানা এলাকায়। সেই থানার সাথে যোগাযোগ মারফত খবর যায় পরিবারের নিকট এবং আজ তার পরিবারের হাতে তুলে দেন ওই বৃদ্ধকে। আরো জানা গেছে ওই বৃদ্ধের নাম রুস্তম শেখ বয়স ৭০ বাড়ি।

পরিবারে রয়েছে ওই বৃদ্ধের স্ত্রী এবং তিন পুত্র সন্তান। তার ছেলে কবিরুল ইসলাম তিনি বলেন তার বাবা মানসিক ভারসাম্যহীন রয়েছেন এবং বিগত ১০ দিন আগে টপিডাঙ্গা এলাকায় বোনের বাড়ি ঘুরার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিয়েছিলেন। তবে সেখান থেকেই নিখোঁজ হয়ে যান যদিও তারপর খোঁজ শুরু করেন পরিবারবর্গ হতাশগ্রস্থ হয়ে পরেছিল। অবশেষে মালদহ থানা পুলিশের তৎপরতায় তার বাবাকে পেলেন ওই পরিবার। পাশাপাশি মালদা থানার পুলিশ আধিকারিক তরিফা খাতুন তিনি জানান বাংলাদেশ সীমান্ত এলাকায় টহলদারি করছিলেন এবং সেই টহলদারির সময় ফেরার পথে সে বৃদ্ধকে দেখতে পান তড়িঘড়ি করে তিনি তাকে উদ্ধার করেন এবং মালদা থানায় নিয়ে আসেন পরবর্তীতে আজ তাকে তার পরিবারের হাতে তুলে দিলেন মালদা থানার পুলিশ কর্তারা।