অবতক খবর,১৭ আগস্টঃ চাপে পড়ে এবার স্বপ্নদ্বীপের মৃত্যুর ঘটনায় ভোল বদল বামপন্থী ছাত্র সংগঠন sfi এর। যাদবপুরের পড়ুয়া স্বপ্নদ্বীপের মৃত্যুর দায় এবার শাসকদলের ঘাড়ে চাপানোর উদ্যোগ নিল এসএফআই নেতৃবৃন্দ। যখন স্বপ্নদ্বীপের মৃত্যুর ঘটনার সঙ্গে জড়িত ছাত্রদের একের পর এক গ্রেপ্তার করা হচ্ছে ঠিক সেই সময় রাজ্যজুড়ে বিভিন্ন মহলে এস এফ আই সহ বাম ছাত্র সংগঠন গুলির বিরুদ্ধে বিষোদগার শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে সাধারণ মানুষ। দেশের নামকরা বিশ্ববিদ্যালয়ের অন্দরে ঘটে যাওয়া এই ন্যাক্কার জনক ঘটনার প্রতিবাদে কঠোর শাস্তির দাবি করছে আমজনতা।

এবার মানুষের কাছে বামপন্থা তথা বামপন্থী ছাত্ররাই নীতির মৃত গৌরব ফিরিয়ানার লক্ষ্যে চাপে পড়ে,,, স্বপ্নদ্বীপের মৃত্যুর রহস্য উৎঘাটন করে দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে রাস্তায় নামল বামপন্থী ছাত্র সংগঠন। এদিন যাদবপুর বাস স্ট্যান্ড থেকে ‍্যালি শুরু করে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে প্রতিবাদ মিছিল সংগঠিত করে তারা। এই ঘটনার জন্য শাসক দলের নেতা-নেত্রীদের কে কাঠগড়ায় দাঁড় করিয়ে নিজেদেরকে নির্দোষ প্রমাণ করার চেষ্টায় বক্তব্য রাখে বামপন্থী ছাত্র নেতৃবৃন্দ।