করোনা এনেছে নিশ্চিত মৃত্যুভয়। শেখাচ্ছেও অনেক কিছু প্রতিনিয়ত। জানি কেড়ে নেবে অনেক প্রাণ, পড়ে থাকবে অনেক নিহত। তবুও মানুষের জয়পতাকা উড়বে নিশ্চিত।

মানবতন্ত্র
তমাল সাহা

তুমি কি এখন নগ্ন হয়ে বসবে
তন্ত্র সাধনায়?
বীরাসনে বসবে,
অগ্নিকুণ্ড জ্বলতে থাকবে বিনিদ্র রজনী।
কি করবে তুমি এখন?
মসজিদে যাবে প্রার্থনায়,
উঠবে বেজে নামাজের সুরধ্বনি। ‌
রণচণ্ডী কালিকার হস্ত থেকে
কেড়ে নেবে খড়্গখানি?
সামনে যূপকাষ্ঠ, দড়িবদ্ধ ছাগ।
পুঁথিপত্রে মন্ত্রোচ্চারণ, ধর্মীয় উল্লাস।
সবই দৃশ্যমান—
তোমার কাছে নাগরিক বিলাস।

কোথায় পরিত্রাণ?
কাকে তোমার এত ভয়?
এত মন্দির মসজিদ গির্জা গুরুদ্বার
স্থাপত্য সৌকর্য নিয়ে দাড়িয়ে রয়।‌

কে দিয়েছে
সংকীর্ণ রাজনীতির মাথা মুড়িয়ে,
চূর্ণ করেছে বড়াই,
ধর্মকে করেছে চপেটাঘাত,
জানিয়েছে স্পষ্ট ভাষায়
মানব ছাড়া নেই অন্য কোন জাত?

মৃত্যুভয় তবে কি আমাদের
দেয়নি কোন উপহার?
সে তো গুরুমশাইয়ের মতো
কানধরে শিখিয়ে যায়
বিজ্ঞান ছাড়া প্রগতি নেই
মানব সভ্যতার।