অবতক খবর,১৯ মেঃ মাধ্যমিকে জয়জয়কার শ্রীরামপুর মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রমের। একই স্কুল থেকে সপ্তম, নবম এবং দশম।

মাধ্যমিকে সপ্তম হয়েছে শ্রীরামপুর মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রমের ছাত্র যীষ্ণু ঘোষ।বাড়ি কোন্নগর নবগ্রামে। যীষ্ণু ভবিষ্যতে চিকিৎসক হতে চায়। যীষ্ণু বলে, তার পড়াশোনার কোনও বাধাধরা সময় ছিলনা। ফুটবল প্রেমী যীষ্ণু মেসির ভক্ত। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করতে পছন্দ করে সে। বাবা প্রণব ঘোষ যিষ্ণুর বিদ্যালয় শ্রীরামপুর মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রমেরই প্রধান শিক্ষক। মা লিপিকা ঘোষ গৃহবধূ।

দশম হয়েছে মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রমের ছাত্র অয়নদ্বীপ সেনগুপ্ত।* তার প্রাপ্ত নম্বর ৬৮৩। বাবা প্রসেনজিৎ সেনগুপ্ত পেশায় সরকারি কর্মচারী। মা শ্রাবনী বসু সেনগুপ্ত পেশায় স্কুল শিক্ষিকা। বাড়ি কোন্নগর সাধুরগলি এলাকায়। পড়াশোনার পাশাপাশি ক্যারাটে ও ছবি আঁকতে পছন্দ করে অয়নদ্বীপ।আগামীদিনে ডাক্তার হওয়ার ইচ্ছে তার।পড়াশোনার কোন বাধাধরা সময় নেই।খেতে ভালোবাসে অয়নদ্বীপ।