অবতক খবর,১৯ মে,অভিষেক দাস,মালদা:- মাধ্যমিক পরীক্ষায় জয়জয়কার মালদা জেলায়। এর মধ্যে নজর কেরেছে মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির। ১ থেকে ১০ এর তালিকায় রয়েছে ১৩ জন ছাত্র। এর পাশাপাশি জেলা জুড়ে ১ থেকে ১০ স্থানের মধ্যে সম্ভাব্য তালিকায় রয়েছে ২১ জনের নাম।

জানা গিয়েছে, ২০২৩ মাধ্যমিক পরীক্ষায় এক থেকে দশের মধ্যে রয়েছে ১১৮ জনের নাম। যুগ্ম দ্বিতীয় হয়েছে মালদা রামকৃষ্ণ মিশনের রিফাত হাসান সরকার তার প্রাপ্ত নম্বর ৬৯১। এর পাশাপাশি যুগ্ম তৃতীয় হয়েছে মালদা রামকৃষ্ণ মিশনের এমডি সারোয়ার ইমতিয়াজ, মাহির হোসেন, স্বরাজ পাল ও অর্ঘ্যদীপ সাহা। এদের প্রাপ্ত নম্বর ৬৯০। এর পাশাপাশি ১ থেকে ১০ এর মধ্যে রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরের মোট ১৩ জন ছাত্রের নাম রয়েছে।

রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক স্বামী তাপহরা নন্দজি মহারাজ বলেন, বলেন, এবছর মাধ্যমিক পরীক্ষায় অভূতপূর্ব ফল হয়েছে বিদ্যালয়ে। এক থেকে দশের মধ্যে ১৩ জন ছাত্র অংশগ্রহণ করেছে। যুগ্ম দ্বিতীয়, তৃতীয় সহ বিভিন্ন স্থান অধিকার করেছে ছাত্ররা।