অবতক খবর,৩০ সেপ্টেম্বর,বাঁকুড়া:- মাঠের মধ্যে উদ্ধার পাঁচটি করোসিনের ব্যারেল, চারটি ব্যারেল পড়ে রয়েছে ক্যানেলের জলের মধ্যে এবং একটি ব্যারেল রয়েছে মাঠের ধারে। ওই ব্যারেলের মধ্যে রয়েছে অবৈধ কেরোসিন তেল, এমনটাই দাবী স্থানীয়দের। বাঁকুড়ার সারেঙ্গা ব্লকের বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর সীমান্ত বর্তী কাঁড়ভাঙ্গা এলাকার ঘটনা। ঘটনাকে কেন্দ্র করে ব্যপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে সারেঙ্গা থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, দিন কয়েক আগেই রাতের অন্ধকারে কেউ বা কারা এই ড্রাম গুলি এখাবে ফেলে যায়। তারপর গ্রামবাসীরা স্থানীয় পুলিশ প্রশাসনে খবর দেন বলে দাবী। কিন্তু তাতে কাজ না হওয়ায় স্থানীয় বাসিন্দারা আজ ১০০ নম্বরে ফোন করে অভিযোগ জানালে তার পরে সেখানে পুলিশ পৌঁছায় বলে অভিযোগ গ্রামের বাসিন্দাদের। যদিও গ্রাম বাসীরা ওই ব্যারেল গুলি উদ্ধারে বাধা দেন পুলিশকে। গ্রামবাসীদের দাবী, খাদ্য ও সরবরাহ দফতরের আধিকারিক এলে তবেই তা উদ্ধারে করতে দেবেন। গ্রাম বাসীদের আরো অভিযোগ, ত,সামনেই রয়েছে সারেঙ্গা থানার পুলিশের চেক পোস্ট, এলাকায় রয়েছে সিভিক পুলিশ ভিলেজ পুলিশ কিন্তু তারা এই বিষয়ে কোন ব্যবস্থা নিল না। একশ নম্বরে ফোন করে অভিযোগ জানানোর পরেই পুলিশ এল। ঘটনার উপযুক্ত তদন্ত করে দোষীদের শাস্তির দাবী জানানো হয়েছে গ্রাম বাসীদের পক্ষ থেকে।