অবতক খবর,২০ জানুয়ারি : সেনায় মহিলা আধিকারিকরা যাতে পুরুষের সমান অধিকার পান সেই লক্ষ্যে বড় পদক্ষেপ নিল ভারতীয় সেনা। লেফটেন্যান্ট কর্নেল পদে কর্মরত ১০৮ জন মহিলা অফিসারকে কর্নেল পদে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এত বেশি সংখ্যক মহিলা আধিকারিককে একসঙ্গে কর্নেল পদে পদোন্নতি দেওয়ার ঘটনা বিশেষ তাৎপর্যপূর্ণ।

কর্নেল পদে উন্নীত হওয়া মহিলা আধিকারিকদের এই মাসেই দায়িত্ব বুঝে নেওয়ার নির্দেশ জারি করা হবে। সূত্রের খবর, চলতি জানুয়ারি মাসের শেষ পর্যন্ত পদোন্নতি পাওয়া মহিলা সেনা আধিকারিকদের বিভিন্ন শাখায় দায়িত্বভার গ্রহণের বিজ্ঞপ্তি জারি করে দেবে। সেনায় মহিলা আধিকারিকদের তাঁদের পুরুষ সহকর্মীদের সমকক্ষে নিয়ে যেতে গঠিত বিশেষ নির্বাচনী বোর্ডে গঠন করা হয়েছিল। এই প্রক্রিয়া গত ৯ জানুয়ারি থেকে শুরু হয়েছে। আগামী ২২শে জানুয়ারি পর্যন্ত চলবে।

১৯৯২ থেকে ২০০৬ সালের ব্যাচে বিভিন্ন বিভাগে ১০৮ জন কর্নেল শূন্য পদ রয়েছে। যার জন্য দাবিদার ২৪৪ জন মহিলা আধিকারিক। তাঁদের মধ্য থেকে ১০৮ জনকে বেছে নেওয়া হয়েছে। এই পদোন্নতি প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার লক্ষ্যে ৬০ জন মহিলা আধিকারিকের একটি নির্বাচনী বোর্ড গঠন করা হয়েছে। আগামী ২২ জানুয়ারির মধ্যে নির্বাচনী প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে।