অবতক খবর,১৪ নভেম্বরঃ রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরির অপসারণ চেয়ে চাপ বাড়াচ্ছে বিজেপি। সোমবার অখিলকে বরখাস্তের দাবি নিয়ে রাজভবনে যান শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির প্রতিনিধি দল। রাজ্যপাল না থাকায় সচিবের কাছে দাবি করে এসেছেন বিরোধী দলনেতা। বেরিয়ে এসে তিনি হুঁশিয়ারি দেন,অখিল গিরিকে বরখাস্ত না করা হলে জোরালো আন্দোলনে নামবে বিজেপি। সেই সঙ্গে রাজ্যপালের ‘নীরব’ ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা।

এ দিন শুভেন্দু বলেন,’একজন মাতৃসমা মহিলার প্রতি কদর্য ভাষায় বক্তব্য রেখেছেন একজন মন্ত্রী। ৭২ ঘণ্টা কেটে গেলেও মুখ্যমন্ত্রী রাজ্যপালের কাছে তাঁর বরখাস্তের জন্য সুপারিশ করেননি বা তাঁর মন্ত্রীকেও কোনও নির্দেশ দেননি। আমরা শনিবার থেকে রাজ্যপালকে উপুর্যপরি মেইল করে বাধ্য হয়ে প্রায় ৫০ জন বিজেপি বিধায়ক এখানে এলাম। আজ রাজভবনে এসে আমরা লিখিতভাবে একটা দাবি জানালাম। এটা আবেদন নয়। মুখ্যমন্ত্রী যখন কিছু করেননি, সংবিধানে রাজ্যপালের অধিকার আছে। উনি মুখ্যমন্ত্রীকে পরামর্শ দিন। ইম্ফল, চেন্নাই বা দিল্লি যেখানেই থাকুন, মুখ্যমন্ত্রীকে বলুন যেন মন্ত্রিসভার রাষ্ট্রমন্ত্রীকে স্যাক করেন।’

তিনি আরও বলেন,’একজন রাষ্ট্রপতিকে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে। এর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে ব্যবস্থা নিতেই হবে। লিখিতভাবে জানিয়ে এসেছি। এটা না করলে বিজেপি, সামাজিক সংগঠন, সংবেদনশীল নাগরিক প্রত্যেকেই প্রতিবাদ করবে। বিধানসভার আগামী অধিবেশনের আগে যদি এই মন্ত্রী বরখাস্ত না হন, বিজেপির বিধায়করা শিষ্টাচার মেনে জোরাল প্রতিবাদ বিধানসভার ভিতরেও করবে। এটাও আমরা জানাতে চাই।’