অবতক খবর,১৩ ডিসেম্বর : রাজ্যের বিভিন্ন জেলার পঞ্চায়েতের নির্মাণ সহায়ক সহ দুজন করে প্রতিনিধিদের নিয়ে মন্তেশ্বর ব্লকের বিডিও গোবিন্দ দাস এর উদ্যোগে রাজ্যের প্রথম সোমবার থেকে দুই দিনের বায়োগ্যাস সম্পর্কিত প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় মন্তেশ্বরে। মন্তেশ্বর ব্লকের মামুদপুর ২ ‘নম্বর পঞ্চায়েতের কাইগ্রাম উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি হল ঘরে অনুষ্ঠিত হয় বায়োগ্যাস নিয়ে দুই দিনের প্রশিক্ষণ শিবির। আজ মঙ্গলবার বায়োগ্যাস নিয়ে প্রশিক্ষণের দ্বিতীয় দিন। প্রথম দিনে প্রশিক্ষণ শিবিরে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কালনার মহকুমা শাসক সুরেশ কুমার জগত, পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম, মন্তেশ্বরের বিডিও গোবিন্দ দাস। আজ মঙ্গলবার দ্বিতীয় দিনে প্রশিক্ষক হিসেবে দুর্গাপুর থেকে আসা সিনিয়র সাইন্টিস্ট সহ প্রায় ৪১জন প্রতিনিধিদের নিয়ে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। আজ উপস্থিত ছিলেন মন্তেশ্বরের জয়েন্ট বিডিও সোমনাথ সাউ, ব্লকের অন্যান্য আধিকারিক সহ দুর্গাপুর থেকে আসা এক প্রশিক্ষক। জয়েন্ট বিডিও সোমনাথ সাউ জানান, মন্তেশ্বরের দেনুড় পঞ্চায়েতের গলাতুনডাঙ্গায় পড়ে থাকা কয়েকশো একর খাস জমির একটি অংশে সরকারি উদ্যোগে গোবর গ্যাস প্রকল্পের উদ্যোগ নিয়েছে প্রশাসন। তাই এখানে নির্মাণ সহায়কদের নজর দারিতে বায়োগ্যাস সম্পর্কে প্রশিক্ষণ শিবির করা হয়েছে। বিডিও গোবিন্দ দাস জানান, দেনুর পঞ্চায়েতে গলাতুনডাঙ্গা এলাকার কয়েকশো গরু- মোষ পালনকারী পরিবারকে চিহ্নিত করা হয়েছে। তাদের পালন করা গরুর গোবর সংগ্রহ করে তার থেকে গোবর গ্যাস উৎপাদন হবে। এই সমস্ত প্রকল্পের মাধ্যমে একদিকে বেশ কিছু মানুষের কর্মসংস্থান হবে অন্যদিকে পরিবেশ দূষণও অনেকখানি রক্ষা পাবে ।