অবতক খবর,২০ এপ্রিল,জ্যোতির্ময় মন্ডল, পূর্ব বর্ধমান:শুক্রবার মন্তেশ্বরে অস্ত্রবিহীন রামনবমী শোভাযাত্রা পালন করা হলো মন্তেশ্বর শ্রীরামনবমী উৎসব কমিটির পক্ষ থেকে ।এই দিন শ্রীরামচন্দ্রের মূর্তিকে সামনে রেখে ,বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মন্তেশ্বর কলেজ মোড় থেকে শুরু করে, সারা বাজার হয়ে, মন্তেশ্বর গ্রাম পরিক্রমা করে এই শোভাযাত্রা । এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন মেদিনীপুরের সাংসদ, তথা বর্ধমান দুর্গাপুর লোকসভার সংসদীয় কেন্দ্রের বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ,এই ছাড়াও মন্তেশ্বর ব্লক রামনবমী উৎসব কমিটির সভাপতি রাজেশ রায়, বিজেপির জেলার সভাপতি, অভিজিৎ তা, জেলার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পোদ্দার, জেলার সহ-সভাপতি সৌগত দে, প্রাক্তন বিধায়ক, সৈকত পাঁজা , বিজেপির জেলার প্রাক্তন সভাপতি, সুপ্রকাশ মন্ডল সহ মন্তেশ্বর বিধানসভার বিভিন্ন মণ্ডল কমিটির সভাপতিরা ও শ্রীরাম উৎসব কমিটির সদস্যরা এবং অনেক মহিলারা সহ সব সম্প্রদায়ের মানুষজন ।এই মিছিলে হাঁটতে হাঁটতে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকা মানুষজনদের উদ্দেশ্যে হাত জোড় করে ভোট প্রার্থনা করতে দেখা গেল।সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে , লোকসভার প্রথম দফার ভোট শান্তিপূর্ণ ভাবে শেষ হওয়ার সম্পর্কে , দিলীপ ঘোষ বলেন, বিজেপি ভোটে অশান্তি চায় না। কিন্তু তৃনমূল কংগ্রেস অশান্তি চায় ,নাহলে তৃণমূল কংগ্রেস জিততে পারবে না । শান্তিপূর্ণ ভাবে ভোট হওয়ার লক্ষন কে সারা দেশে ৩৭০ ধারা চালু হওয়ার ইঙ্গিত বলে দাবি করেন তিনি ।