অবতক খবর,১০ ফেব্রুয়ারি: মনোনয়নপত্র জমা না নেওয়ার অভিযোগে ব্যারাকপুর মহকুমা শাসকের দপ্তরে অবস্থান বিক্ষোভ চার বিজেপি প্রার্থীর।

জানা গেছে, বুধবার ছিল মনোনয়নপত্র জমা দেবার শেষ দিন। ডি সি আর কেটে দীর্ঘক্ষন লাইনে দাঁড়িয়েছিলেন চারজন বিজেপি প্রার্থী। এঁরা হলেন উত্তর দমদম পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা রায় ঘোষ, বরানগর ১ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী পায়েল সরকার, খড়দা ২০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী নানক মুখার্জি ও পানিহাটি ৩৫ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সুলতা সমাদ্দার।

চারজনের অভিযোগ, ডিসিআর কেটে অনেকক্ষন ধরে লাইনে দাঁড়িয়েছিলাম। বিকেল সাড়ে তিনটে নাগাদ ভেতরে প্রবেশ করি। কিন্তু তাদের বলা হয় সময়সীমা পেরিয়ে গেছে। এখন আর মনোনয়ন জমা নেওয়া হবে না।

এরপর ওই চারজনকে নিয়ে কলকাতা উত্তর শহরতলি জেলার যুব মোর্চা নেতা জয় সাহা মহকুমা শাসকের ঘরের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করে দেন। যদিও এই বিষয়ে মহকুমা শাসকের দপ্তর থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।