অবতক খবর,মালদা:সানু ইসলামঃ মনোনয়ন পর্ব শেষ হতেই শুরু হয়ে গিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার কর্মসূচি।চাঁচলের কলিগ্রাম অঞ্চলে নিজেদের হারানো জমি ফিরে পেতে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে জন সম্পর্ক অভিযান সারছে কলিগ্রাম অঞ্চল কংগ্রেসের প্রার্থীরা।শুক্রবার রাতে কলিগ্রাম অঞ্চল কংগ্রেসের সভাপতি তথা পঞ্চায়েত সমিতির প্রার্থী জৈনুদ্দিন আহমেদের বাড়ি থেকে শুরু হয় কংগ্রেসের প্রচার কর্মসূচি।

গার্লস স্কুল বুথের কংগ্রেসের মনোনীত প্রার্থী আমিনুল হকের নেতৃত্বে চলে এই প্রচার কর্মসূচি।এছাড়াও কংগ্রেসের অন্যান্য বুথের প্রার্থীরাও প্রচার চলাকালীন উপস্থিত ছিলেন।কলিগ্রাম মহারাজ তলা এলাকায় বিভিন্ন বাড়িতে গিয়ে মানুষের কাছে ভোট প্রার্থনা করেন প্রার্থীরা। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে জয় নিয়ে নিশ্চিত কংগ্রেস নেতৃত্ব।কংগ্রেস প্রার্থীদের দাবি,পাঁচ বছর তৃণমূলের দখলে পঞ্চায়েত থাকা সত্যেও মানুষ পরিষেবা পায়নি সঠিকভাবে।নিকাশি সহ একাধিক সমস্যা রয়েছে এলাকায়।কংগ্রেসের ১৫ বছরের পঞ্চায়েত পরিচালনার অভিজ্ঞতা দেখে আবার মানুষ কংগ্রেসকে ভোট দিবে বলে দাবি নেতৃত্বের।

যদিও কংগ্রেসের এই দাবিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল।তৃণমূলের বিদায়ী পঞ্চায়েত প্রধান তথা প্রাণসাগর বুথের তৃণমূল প্রার্থী রেজাউল খান বলেন,কংগ্রেস আমলে মানুষ নিশ্চিন্তের ঘুমোতে পারতেননা বাড়িতে।আমরা মানুষকে শান্তিও দিয়েছি সাথে উন্নয়নও দিয়েছি।কংগ্রেসের কথার ভিত্তি নেই।কলিগ্রাম এলাকায় যেভাবে উন্নয়ন হয়েছে অন্য এলাকায় হয়নি।পঞ্চায়েত ভোটের প্রাক্কালে তৃণমূল ও কংগ্রেসের দ্বৈরথে সরগরম কলিগ্রামের রাজনীতি।