অবতক খবর,১২ সেপ্টেম্বরঃ রবিবার মধ্যরাতে অভিষেক-শ্যালিকাকে তলব ইডির ! । অর্থাৎ রবিবার মাঝরাতের কিছু পরে ! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর, তাঁর আইনজীবীকে সঙ্গী করে যখন সিজিও কমপ্লেক্সে পৌঁছন, তখন চারিদিন কার্যত ফাঁকাই বলা চলে । তারই মধ্যে তাঁরা এসক্যালেটর দিয়ে উপরে যান। সেখানে গিয়ে মধ্য রাতে হাতে নোটিস নিয়ে অপেক্ষা করতে থাকেন তাঁরা।
নির্ধারিত সময়ের ১০ মিনিট আগেই তাঁরা পৌঁছে যান সিজিওয়। কিন্তু, এসে দেখেন, সিজিওয় ঢোকার মেন গেট তালাবন্ধ।

এই বিষয়ে মেনকা জানান, ‘আমাকে ডাকা হয়েছিল। আমি এসেছিলাম। কিন্তু ভিতরে কোনও ইডি অফিসার না থাকার কারণে আমি ফিরে যাচ্ছি।’ এ দিকে, সময়ের গণ্ডগোলের জন্য আজ হয়ত হাজিরা দেবেন না মেনকা যদি না পাল্টা সমন জারি করা হয় এমনটাই জানিয়েছেন তাঁর আইনজীবী।

কর্তব্যরত এক জওয়ানকে তাঁরা বলেন, আমাদের ডেকেছে, তাই এসেছি। তারপর জওয়ান দরজা খুলে দিতেই তাঁরা হেঁটে ভিতরে ঢোকেন। লিফটে করে পৌঁছে যান ইডির অফিসে। পাঁচ মিনিট অপেক্ষা করার পর নীচে নেমে আসেন। মেনকা গম্ভীর ও তাঁর আইনজীবীর দাবি, ইডি দফতরে গেলেও কারও কোনও সাড়া পাননি, অফিস বন্ধ ছিল। এবার কি তবে পাল্টা আইনি পথে হাঁটবেন মেনকা গম্ভীর ? সেদিকেই নজর সকলের।