অবতক খবর,২৭ সেপ্টেম্বর,পূর্ব বর্ধমান:- ভোট পরবর্তী হিংসা আজও অব্যাহত বর্ধমানে। বিজেপি কর্মীর পরিবারকে মারধর ভাঙচুর ও ঘর ছাড়া করিয়েছে স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা এমনি অভিযোগ বিজেপি পরিবারের।
ঘটনাটি ঘটেছে শহর বর্ধমানের ৪ নম্বর ওয়ার্ডের বাজেপ্রতাপ পুর এলাকার সুভাষ পল্লী মাঠ পাড়ায়।

আশ্রয় পেতে এদিন পরিবারের সকল সদস্য দ্বারস্থ হন বর্ধমান থানায়। সূত্রে খবর এই বিষয়ে এক তৃণমূল নেতা দেবা মালকে আটক করেছে পুলিশ।
এলাকায় রয়েছে উত্তেজনা।

ঘর ছাড়া পরিবারের দাবি তারা সকলেই তৃণমূল কংগ্রেসের সমর্থক তার সত্বেও বিজেপির তকমা দিয়ে ঘর ছাড়া ও মারধর করছে।
অন্যদিকে তৃণমূলের স্থানীয় দাপুটে নেতা নুরুল আলম ওরফে (সাহেব) জানান,সকলেই বিজেপি সমর্থক,এদেরকে কোনোরকম মারধর ও ঘর ছাড়া করেনি তৃণমূল কংগ্রেস।
কার্যতঃ ২রা মে তৃণমূলের ব্যাবকভাবে জয়লাভ শুনতেই তাঁরা নিজেরাই বাড়ি ঘর ছেড়ে চলে যায়।

পাশাপাশি বিশ্বজিৎ লেট জানান,আতঙ্কিত হয়ে ২রা মে এর পর থেকে ঘর ছাড়া হয়ে যায়, আজ বর্ধমান থানার অনুমতি নি এবং স্থানীয় তৃণমূল নেতা দেবা মালের কাছেও অনুমতি নিয়ে বাড়ি ঢুকতেই তৃণমূলের বেশকিছু কর্মীরা এসে মারধর করে ঘর থেকে বের করে দেয়। তাই আবারো দ্বারস্থ হয়েছি বর্ধমান থানায়।
এখন দেখার আদৌ কি এই পরিবার নিজ বাড়িতে ফিরবে ? নাকি এভাবেই ঘর ছাড়া থাকতে হবে এই পরিবারকে?