অবতক খবর,সুমিত,১৭ এপ্রিল,কলকাতা:  মূলত ভোটারদের অভিনন্দন জানিয়ে এই মিছিল করা হবে বলে দলের তরফে জানানো হয়েছে।
শনিবার বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফল প্রকাশিত হয়। সেখানে তৃণমূলের বাবুল সুপ্রিয়র কাছে প্রায় ২০ হাজার ভোটে হেরে যান সিপিআইএম প্রার্থী সায়রা শাহ হালিম। রবিবার সন্ধ্যা সাড়ে ছ’টায় বালিগঞ্জ ফাঁড়ি থেকে রিপন স্ট্রিট পর্যন্ত মিছিল করার সিদ্ধান্ত নিয়েছে সিপিআইএম। মূলত ভোটারদের অভিনন্দন জানিয়ে এই মিছিল করা হবে বলে দলের তরফে জানানো হয়েছে।

কেন এই উদ্যোগ? দলীয় সূত্রে খবর, এই হারের মধ্যেও নৈতিক জয় দেখছে নেতৃত্ব। নেতৃত্বের একাংশের বক্তব্য, ‘২০২১ সালের বিধানসভা নির্বাচনে মাত্র পাঁচ শতাং ভোট পেয়েছিল সিপিআইএম। উপনির্বাচনে সেটা বেড়ে ৩০ শতাংশ হয়েছে। এমনকী, সম্প্রতি কলকাতা পুরসভায় দলের প্রাপ্ত ভোট খুবই কম ছিল, এটাতে সেই ভোটের হার শুধু বাড়েইনি ৬৪ এবং ৬৫ নম্বর আসনে শাসকদল তৃণমূলকে পিছনে ফেলে এক নম্বর হয়ে উঠে এসেছে। যে মানুষ সমর্থন করেছেন, তাঁদের অভিনন্দন দেওয়ার জন্য কর্মসূচি নেওয়া হয়েছে।’