অবতক খবর:আর মাত্র চার দিন। রাজ্যে ৮ জুলাই পঞ্চায়েত ভোট। তার আগে মঙ্গলবার নদিয়ার ফুলিয়ার সভা থেকে ভোট-দাওয়াই বাতলে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।‘যেখানে ভোট হবে, বাক্স সিল করবেন। এমন কোনও সিম্বল তৈরি করে রাখুন, যেটা তৃণমূল বা সরকার জানে না। সেই সিম্বল লাগিয়ে দিন গালার ওপরে। স্ট্রং রুমে ঢোকানোর আগে স্ট্রং রুম ফাঁকা আছে কিনা দেখে নেবেন। জানলা, দরজা কাটা আছে কিনা দেখবেন, সিসিটিভি আছে কিনা দেখবেন। ভিতরে বক্স থাকবে, বাইরে চৌকিদারি চলবে’।

বীরপাড়ায় এ দিনের প্রথম সভা থেকেই গত পঞ্চায়েত ভোটের গণনায় আলিপুরদুয়ার জেলা পরিষদের ক্ষেত্রে ব্যাপক অনিয়মের অভিযোগ তোলেন শুভেন্দু। এর পরেই শুভেন্দু বার্তা দেন, এ বারের পঞ্চায়েত ভোটে সব বুথকে রক্ষা করতে হবে। সেই সঙ্গে বলেন, “গণনাকেন্দ্রে আমাদের কাউন্টিং এজেন্ট থাকবেন। প্রার্থী ও তাঁর ইলেকশন এজেন্ট থাকবেন। ওই ক্যাম্পে আমাদের লোককে থাকতে হবে। আর যত জন সাংসদ, বিধায়ক ও মন্ত্রী রয়েছেন, তাঁরাও সবাই কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে সেই ক্যাম্পের বাইরে চৌকিদারের মতো থাকবেন। সেটা প্রয়োজন। তা না হলে চোর পার্টি (নাম না করে তৃণমূলকে আক্রমণ করে বলেন) ভোট লুট করবে।” আবাস যোজনা-সহ নানা প্রাকল্পে জ্যের প্রাপ্য অর্থ আটকে রাখার অভিযোগের জবাব দিতে গিয়ে শুভেন্দু এ দিন বলেন, “আমরা টাকা আটকাইনি। চুরি আর দুর্নীতি রুখেছি।“সব মিলিয়ে ভোটের আগে শাসক-বিরোধী চাপানউতোর চরমে ।