অবতক খবর , শিলিগুড়ি, ০৫ অক্টোবর :     ভোটের আগে গিমিক দেখানোর মত নয়, আমরা চাই পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান। আর তা হল সংবিধান স্বীকৃত ও সম্মত সর্বোচ্চ স্বশাসন। সোমবার শিলিগুড়ির সিপিআইএমের দলীয় কার্যালয়ে অনিল বিশ্বাস ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন সিপিআইএমের জেলা সম্পাদক জীবেশ সরকার।সম্প্রতি গোর্খাল্যান্ড প্রসঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক এর আবেদন জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে ইতিমধ্যে চিঠি এসে পৌঁছেছে পাহাড়ে।

বৈঠকে রাজ্যের স্বরাষ্ট্র সচিব এবং দার্জিলিং জেলা শাসক ও জিটিএ প্রধান সচিবকেও ডাক দেওয়া হয়েছে।এছাড়াও গোর্খা জনমুক্তি মোর্চার শিংমারি দলীয় কার্যালয়ের নামেও চিঠি পাঠানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। তবে এদিন এই বৈঠক প্রসঙ্গে জীবেশ সরকার বলেন বৈঠক হওয়া উচিত তবে সেজন্য পাহাড়ের স্থায়ী সমাধান বলতে সর্বোচ্চ স্বশাসন একমাত্র সমাধান। এই সমাধানের জন্য পাহাড়ের সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে বৈঠক হওয়া উচিত।